opennews.com.bd
  • | |
  • cnbangladesh.com
    cn.com
    cn.com
    cn.com
    cn.com
cnbangla.com
খেলাধুলা

জয়ে বছর শেষ লিভারপুলের


Date : 12-31-15
Time : 1451548770

cnbangladesh.com

জয় দিয়ে বছর শেষ করতে সক্ষম হয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। বুধবার রাতে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে তারা। এতে ১৯ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সমান ৩০ পয়েন্ট অর্জন হয়েছে তার খাতায়। যদিও গোল ব্যবধানে এগিযে থাকায় ম্যানইউ ছয় ও লিভারপুল সাতে থেকে ২০১৫ সাল শেষ করছে। আর সান্ডারল্যান্ড সমান ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে রয়েছে ১৯ নম্বরে।

লিভারপুলের জয়ের নায়ক ক্রিশ্চিয়ান বেনটেক। বক্সিংডেতে যিনি লিচেস্টার সিটির বিপক্ষে গোল করে দলকে জিতিয়েছিলেন। সান্ডারল্যান্ডের বিপক্ষে তার গোলেই তিন পয়েন্ট অর্জন করল জার্গেন ক্লপের দল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২২ সেকেন্ডের মধ্যে তিনি গোল আদায় করে নিতে সক্ষম হন। বেলজিয়ামের এই ফরোয়ার্ড ব্ল্যাক ক্যাটসদের বিপক্ষে খেলা সাত ম্যাচে করেছেন ছয় গোল।

মৌসুমটা শুরু থেকে যে খুব খারাপ খেলেছে লিভারপুল তা নয়। চেলসি ও ম্যানসিটির মতো দলের বিপক্ষে জিতেছে তারা। যদিও পরে নিউক্যাসল ইউনাইটেড ও ওয়াটফোর্ডও হারিয়েছে তাদের। লিগের মাঝপথে এসে ছন্দ হারানোয় পয়েন্ট তালিকার শুরুর দিক থেকে ছিটকে পড়েছে জার্গেন ক্লপের দল।

সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এনামুল হক শাহিন
প্রধান সম্পাদকঃ সিমা ঘোষ
সম্পাদকঃ নরেশ চন্দ্র ঘোষ

ঠিকানাঃ
২৩/৩ (৪ তালা), তোপখানা রোড, ঢাকা-১০০০
ফোনঃ ০২৯৫৬৭২৪৫, ০১৯৭৭৭৬৮৮১১
বার্তা কক্ষঃ ফাক্সঃ ০২৯৫৬৭২৪৫, ০১৬৭৬২০১০৩০
অফিসঃ ০১৭৯৮৭৫৩৭৪৪,
Email: editoropennews@gmail.comভারপ্রাপ্ত সম্পাদকঃ নুরে খোদা মঞ্জু
ব্যাবস্থাপনা সম্পাদকঃ গাউসুল আজম বিপু
বার্তা সম্পাদকঃ জসীম মেহেদী
আইটি সম্পাদকঃ সাইয়িদুজ্জামান